গুরুপদে মতি আমার হল কই।
সাধন আজ হবে কাল হবে বলে
কথায় কথায় দিন গেল।।
যেরূপ দেখি তাইতে আঁখি
হয়ে যায় রে বিভোল।
দীপের আলোয় দেখে যেমন
পতঙ্গ পুড়ে ম’ল।।
ইন্দ্রিয়াদি সব বিবাদী
সদায় যে বাধায় গোল।
তারা কারো কথা বলে না
উপায় কি করি বল।।
কি করিতে এলাম ভবে
কি করে জনম গেল
লালন বলে যজ্ঞের ঘৃত
সকলি কুত্তায় খেল।।
————————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৬