গুরু বলে ধর পাড়ি, মন হুঁস থেকে
        ও নদীর উজান বাঁকে।।
ও নদীর মাঝখানে বসি
আছে এক মেয়ে রাক্ষসী
তার সুখ-সন্তান বেশী
ও মালের জাহাজ পাইলে পরে
        সে যে মাল লুটে নেয় চুমকে।।
ও নদীর তিন ধারে তিন জন
ব্রহ্মা বিষ্ণু ত্রিলোচন
পাহারা দিচ্ছে সর্বক্ষণ
নদীতে বান ডাকিলে সুধ উঠে রে
        ও তারা পান করে বসে সুখে।।
ফকির লালন শাহ তাই কয়
নদীর বান্দাল রাখা দায়
ও যেন কোন সময় কি হয়
প্রেম-নদীতে ডুব না, কিনু
        ডুব দিলে ডুব যায় ফাঁকে।।

————————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৩

<

Lalon Fakir ।। লালন ফকির