গুরু বল, নৌকা খোল
        সাধের জোয়ার যায়।
আমার মন পবনে ঢেউ উঠেছে
        প্রেমের বাদাম দেও নৌকায়।।
আবার পাছের নৌকার মাঝি ভাল
তারা বেয়ে আগে গেল 
        ও আবার ফিরে ফিরে চায়।
আমার মন-মাঝি সে ডেকে বলে
        নাও লাগাইও প্রেম-তলায়।।
একে তো মোর জীর্ণ তরী
পাপের বোঝাই হয়েছে ভারি
কোনদিন যেন ডুইবা মরি
তাই লালন বলে, গুরু আইসা হও কাণ্ডারী
        সেই প্রেমের নৌকায়।।

———————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪২-৪৩

<

Lalon Fakir ।। লালন ফকির