দয়াল নিতাই কারো ফেলে যাবে না।
চরণ ছেড়ো নারে, ছেড়ো না।
দৃঢ় বিশ্বাস করি এমন
ধরো নিতাই চাঁদের চরণ
এবার পার হবি, পার হবি তুফান
অ-পারে কেউ থাকবে না।
হরির নাম-তরণী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে
এমন দয়াল চাঁদকে পেয়ে
শরণ কেনে নিলে না।
কলির জীবকে হয়ে সদায়।
পারে যেতে ডাকছে নিতাই
অধীন লালন বলে, মন চল যাই
এমন দয়াল মিলবে না।।

————
লালন ফকির :কবি ও কাব্য, পৃ. ১১১-১২; লালন-গীতিকা, পৃ. ২৮৮; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৪-২৫; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪১০
শ্রীচৈতন্যের সহচর নিত্যানন্দ সম্পর্কে গানটি রচিত হয়েছে। শুরুতে বৈষ্ণবধর্ম প্রচারে তার বিরাট অবদান আছে। এজন্য বৈষ্ণব সমাজে তার স্থান অতি উচ্চে।

<

Lalon Fakir ।। লালন ফকির