রসুলের সব খলিফা কয় বিদায় কালে।
উপরি খবর আর কি পাব আজ তুমি গেলে৷
মহাপীর আয়েন তোমার
বুঝে উঠা কি সাধ্য কার
কি করিতে কি করি আর
সহি না বুঝলি৷
কোরান ভিতরে সে তো
মকাত্তেয়াৎ হরফ(১) কত
শুনি কও তার ভাল মত
ফেলো না গোলে।
আহাদ নামে কেন আসি
মিম দিয়ে মিম করে নফি
কি তার মর্ম কও নবীজী
লালন তাই বলে।।

————

লালন-গীতিকা, পৃ. ১৭৮-৭৯

রসুলের সব খলিফা কয় বিদায় কালে।
গায়েবী খবর আর কি পাব আজ তুমি গেলে।
কোরানের ভিতরে সে তো
মকতায়াত অক্ষর কত
মানে কও তার ভাল মত
ফেলো না গোলে।
মহা পেঁচ আইন তোমার
বুঝে উঠে কি সাধ্য কার
কি করিতে কি করি আর
সহি না বুঝলি৷
আহাদ নামে কেন আপি
মিম দিয়ে মিম করে নফি
মানে কি তার কও নবীজী
লালন তাই বলে৷।– বাউল কবি লালন শাহ, পৃ.২৫৯

‘বাংলা সাহিত্যে মুসলিম সাধনা’ (২য় ভাগ) গ্রন্থে অন্তরার ১ম চরণে ‘মহাপীর আয়েন’ স্থলে ‘মহাফেজ আয়েন’ এবং সঞ্চারীর ৪র্থ চরণে ‘ফেলো না গোলে’ স্থলে ‘ভুলো না গোলে’ কথান্তর আছে।–পৃ. ২২-২৩

১. মকাত্তেয়াৎ হরফ- কোরানের হরফ বা অক্ষর, যার অর্থোদ্ধার করা যায় না।

<

Lalon Fakir ।। লালন ফকির