মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে।
কেউ ঢাকা দিল্লী হাতড়ে ফেরে
কেউ দেখে কাছে।
সিনা আর সফিনায় সানি
ফাঁকাফাঁকি দিন-রজনী
ও কেউ দেখে মত্ত, কেহ শুনি
আকাশ ধেয়েছে৷
সফিনায় শরার কথা
জানাইলে যথাতথা
কারো সিনায় সিনায় ভেদ পুশিদা
বলে গিয়েছে।
নবুয়তে নিরাকার কয়
বিলায়েতে বরজক দেখায়
অধীন লালন প’লো পূর্ণ ধোঁকায়
এ ভব-মাঝে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৪-৩৫; লালন-গীতিকা, পৃ. ১৩৯-৪০, ১৪১-৪২

<

Lalon Fakir ।। লালন ফকির