আর তো কালার সে ভাব নাইকো সই।
সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই৷
আগর চন্দন ভূষিত যে সদাই
সে কালা চাঁদ ধুলায় লুটায়
ও না থেকে থেকে বলছে সদায়, সাঁই দরদী কৈ লো কৈ৷
সশুক বিরিঞ্চি আদি যার
তারি আঁচলা ঝোলা করোয়া কোপীন সার।
প্রভু শেষ লীলে করলেন জারি, আনকা আইন দেখ না ঐ।
বেদবিধি ত্যজিয়ে দয়াময়
কি নতুন ভাব আনিলে নদীয়ায়
ফকির লালন বলে, আমি সে তো ভাব জানিবার যোগ্য নই।৷

————
লালন-গীতিকা, পৃ. ২১২

<

Lalon Fakir ।। লালন ফকির