আমারে কি রাখবেন গুরু চরণদাসী?
ইতরপনা কার্য আমার অহর্নিশি।।
             জঠর যন্ত্রণা পেয়ে
             এলাম যে করার দিয়ে
             রইলাম তা সব ভুলিয়ে
                          ভবে আসি।।
             চিনলাম না সে গুরু কি ধন
             জানলাম না তার সেবা সাধন
             ঘুরতে বুঝি হল রে মন
             চোরাশি।।
             গুরু যার থাকে সদায়
             শমন বলে তার কিসের ভয়
             লালন বলে, মন তুই আমার
             করলি দুষি।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২২-২৩
বাউল কবি লালন শাহ, পৃ. ২৫৭

<

Lalon Fakir ।। লালন ফকির