আজ ব্রজপুরে কোন পথে যাই,
ও তাই বল রে, স্বরূপ বল রে তাই।
আমার সাথের সাথী আর কেহই নাই।
কোথা রাধে কোথা কৃষ্ণ ধন।
কোথায় যে তার সব সখীগণ
আর কতদিন চলিলে সে চরণ পাই।
যার লেগে আজ মুড়িয়েছি মাথা
তারে পেলে যায় মনের ব্যথা
কি সাধনে সে চরণে পাব ঠাঁই।
তোমরা যত স্বরূপগণেতে
বর দে কৃষ্ণের চরণ পাই যাতে,
লালন বলে, কৃষ্ণলীলের অন্ত নাই।।

————

লালন-গীতিকা, পৃ. ২২৯

<

Lalon Fakir ।। লালন ফকির