ফুলের কানে ভ্রমর আনে
স্বপ্ন ভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ।
দখিন হাওয়া এলো ওই বন্ধ হয়ে
তাই কি আজ
কণ্ঠ আমার জড়িয়ে ধরে
জানায় শুধু আলিঙ্গন।।


ওই যে বনফুলের বন দোলে
তাই কি আমারই মন দোলে
দোলে গো মন দোলে
পথিক পাখি যায় উড়ে যায়
কোন্‌ সে দূরে যায় গো যায়
মুগ্ধ প্রাণে যায় যে এঁকে
পাখার ছায়ায় আলিপন
আজ আমার কণ্ঠ ভরে সুর এলো
আর কাছে আরো আপন হয়ে দূর এলো।


নতুন করে তাই যেন গো
আজ নিজেরে পাই গো পাই
প্রাণে আমার পরশছোঁয়ায়
কিছু হওয়ার শুভক্ষণ।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার