কিছু খুশী কিছু নেশা ভরা
এই সুন্দর আলো ঝরা বেলাতে
মন যেন গুনগুন করে গো
মন হারানোর এই খেলাতে


একটি ফুলের মধু গন্ধে আর
বাতাসের আনমনা ছন্দে
কে যেন আমায় আজ ডেকে যায়
ভেসে যাই স্বপ্নের ভেলাতে


আলো-হাসি ভালোবাসি তাই কি
মাধবী ও মধুপের মিতালি
প্রাণে মোর রবেনা গীতালি
আপনারে আজ যাই ভুলে যাই হাসি
জাগে ফাগুনের মেলাতে

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার