ওরে সকল সোনা মলিন হোলো কালো সোনার চেয়ে
আমার মন ভরেছে প্রাণ ভরেছে যাদুরে মোর পেয়ে
পলকে প্রমাদ গনি হারালে নয়ন মনি
শত সূর্য্য থাকতে চোখে আঁধার আসে ছেয়ে


কে পেয়েছে হেন রতন এমন মানিক আর কি আছে
মা ডাকিলে হৃদয় আমার উথালি পাতালি নাচে
চোখে চোখে রাখি তাই ভাবনার শেষ নাই


নিমেষে বরষা হয় চাঁদ মুখে চেয়ে
ও মোর বরষ নিমেস হয় চাঁদ মুখে চেয়ে |

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার