ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে ।।
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ!


তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই?
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে ।।


এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?


আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর?
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে !!

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার