ও মালিক সারাজীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও
তবু কাঁদতে পারবো পরের দুঃখে অনেক ভাল তাও
মানুষ যেন কোর না আমায় মেঘ করে দাও।।


ফসল হারা শুকনো মাটির বৈশাখেতে তৃষ্ণা পেলে
সাগর থেকে জল এনে যে বৃষ্টি ধারায় দেব ঢেলে
আর রামধনুকে বলবো আমায় রাঙিয়ে দিয়ে যাও।।


আকাশটা যে হবে কাগজ তাতে বিজলী আখর দিয়ে
আরেকটা নয় মেঘদূত হোক লেখা আমায় নিয়ে,
আমি মজনুর চোখে হবো না মেঘ এই কি তুমি চাও?

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার