এমন একটি গল্প বলতে পারো যাতে বিরহ নেই
ফুল শয্যার এমন কোনো রাত দেখেছো কি,
যাতে মিলন নেই !!


ওগো প্রদীপ বাসর জেগে দেখেছো কি গো আজ
আমার নববধূর সাজ
ওগো সানাই জানো তুমি লজ্জাতে কি সুখ
কেন কাঁপে আমার বুক |
আমার সব হারিয়েও সুখ |


এমন শুভ দৃষ্টি দেখেছ কি যাতে দৃষ্টি নেই
ফুল শয্যার এমন কোনো রাত দেখেছো কি,
যাতে মিলন নেই !!


রক্ত চেলি বেনারসি আলতা আঁকা পায়
হাসতে গিয়ে কান্না আসে
কেন কেমন হয় - আমার লাগে বড় ভয়
লাগে রোমাঞ্চ যে গায় তবু লাগে বড় ভয় |
এমন কোন গান শুনেছো কি, যাতে সুর নেই ?

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার