এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!!


যূথী-বনে এই হাওয়া করে শুধু আসা-যাওয়া,
হায় হায় রে দিন যায় রে ঘরে আঁধারে ভুবন।।


শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন।


আজ আমি ক্ষণে ক্ষণে কী যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন!!

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার