সারাবেলা আজি কে ডাকে
বাঁশরীর সুরে মন রাখে
থমকি চমকি করবী গরবী
আমার পথে কেন ঝরে থাকে৥


বারে বারে পিছু ফিরে চাই,
চেয়ে দেখি কেউ কোথা নাই--
কেন সে অকারণ ডাকে গো আমায়?
জানি না সে কি বলিতে চায়৥


তারই সুরে আজ যেন গাহিছে পাখি
ফুলে ফলে ডুলে ডুলে কারে যে অলি ফিরিছে ডাকি।


মন নিয়ে একি খেলা তার
ছলনাতে কত ভুলি আর।
পথে যেতে আমারে সে কেন গো থামায়
তারই খোঁজে দিন চলে যায়৥

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার