শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে---
আছে কিছু তারই আবেশ,
সেই প্রথম, সেই তো শেষ |
কথা ভরা সেই দু’জনের আলাপন----
আরও কিছু ছিল, ভুলে গেছে মন,
এইটুকু আজ শুধু মনে পড়ে |
কতবারই আমি মনকে শুধালাম,
মালতী কী মাধবী, ভুলে গেছি নাম,
এইটুকু আজ শুধু মনে পড়ে ||
শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে---
আছে কিছু তারই আবেশ,
সেই প্রথম, সেই তো শেষ |
কথা ভরা সেই দু’জনের আলাপন----
আরও কিছু ছিল, ভুলে গেছে মন,
এইটুকু আজ শুধু মনে পড়ে |
কতবারই আমি মনকে শুধালাম,
মালতী কী মাধবী, ভুলে গেছি নাম,
এইটুকু আজ শুধু মনে পড়ে ||