রুনুর ঝুনুর পায় সুন্দরী য়ে যায়,
ইতি উতি চায় সুন্দরী যে যায় ।
ও শাড়ীর ভাইজে ভাইজে থাইকা থাইকা
রে যেন বিজুলী চমকায় ।।


কাঁচা অঙ্গে ঢেউ উঠেছে যেন রসে টল্ মল,
আহা পদ্মমধু খেয়ে ভ্রমর হয়েছে পাগল
ঈষৎ কটাক্ষে সে যে মন ভুলায় ।।


আগুন জ্বালা এ রূপেরই এমনতর গুণ
হায়রে দিনদুপুরে ডাকাত প’ল আমি হইলাম খুন ।


কাষ্ঠে লোহায় ভাব করে জলে ভাসে দু’জনা  
চুন বিনা পানে কভু পিরীতি মজে না
জিয়ন্তে মরেছি আমি যম যন্ত্রনায় ।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার