যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী
তেমন করে কাঁদি আমি পথের লাগি।।


কোথায় আছে সেই নিশানা বলতে কেগো পারে,
গোলক ধাঁধায় মরছি ঘুরে গহীন আঁধিয়ারে
পথকে আমার দোসর করে হয়েছি বিবাগী।।


জানিনা পথ চিনি নাতো কোথায় এসে মেশে,
আঁধার ঘুরে সুয্যি কিগো উঠবে আবার হেসে
আমার ব্যথার সুজন কোথায় কে হবে সোহাগী।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার