সেই তো আবার কাছে এলে।
এতদিন দূরে থেকে বলনা
কি সুখ তুমি পেলে।।


এ কেমন ভালোবাসা কে জানে
কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে।
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে
আবার নিজেই দিলে জ্বেলে।।


তুমি তো আমায় ভাল চেনো।
তুমি ছাড়া কোন গান
ভাবতেও পারিনা তা জেনো।


তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা।
ঝরা মালা কেন দাও পরায়ে,
খুলিতে দাও না তারে ফেলে।।

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়