যেদিন তোমায় আমি দেখেছি
কতো রঙে ছবি এঁকে রেখেছি
কি করে তোমায় বলো ভুলে যাই ।।
স্বপনের যে মালাটি অলখে
মনে মনে গাঁথা হল পলকে
কি করে সে মালা আমি খুলে যাই ।।


আমার উদাসী পথ সাজায়ে
এলে যবে মঞ্জীর বাজায়ে
সে দোলায় আজও আমি দুলে যাই ।।


আমার প্রথম কথা কে তুমি
তোমার প্রথম সাড়া হাসিতে ;
তোমার প্রথম সুর নূপুরে
আমার প্রথম গান বাঁশিতে।


স্মরণ সুধায় তারা রয়েছে
আরও যেন সুন্দর হয়েছে
সে আবেশ মোর গানে তুলে যাই ।।

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়