মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে


শুক্লাতিথীর ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছ ভাল কি বেসে গেছে।।


যেন মনে লাগে দোলা সেই
দোলা লাগে বিনা কারণেই
শুধু মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা সেই।


হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়ায় লেখে তার ডাকাডাকি
তুমি সেই লগনে ভরো আপন মনে
এমন হাসি কে হেসে গেছে।।

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়