ভোর হ’ল বিভাবরী গগনে আলোক লগনে,
হেরি কত শোভা মরি মরি ||
অরুণ আভাতে ভরি আঁখি,
কুঞ্জে গাহিয়া ওঠে পাখী
বেলা বয়ে গেল মেলো আঁখি
মেলো, অলস শয়ন পরিহরি ||
ভাবিনি এমন ঊষা পাবে ,
যা আছে সকলি দিয়ে যাবো,
সোনা মাখা দিনে এসো
পথ চিনে এ আলোতে দু’হাতে নাও ভরি ||
ভোর হ’ল বিভাবরী গগনে আলোক লগনে,
হেরি কত শোভা মরি মরি ||
অরুণ আভাতে ভরি আঁখি,
কুঞ্জে গাহিয়া ওঠে পাখী
বেলা বয়ে গেল মেলো আঁখি
মেলো, অলস শয়ন পরিহরি ||
ভাবিনি এমন ঊষা পাবে ,
যা আছে সকলি দিয়ে যাবো,
সোনা মাখা দিনে এসো
পথ চিনে এ আলোতে দু’হাতে নাও ভরি ||