বড়ো ময়লা জমেছে মনে
ময়লা জমেছে মনে, বড়ো ময়লা জমেছে মনে
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে
মুছে দাও সযতনে | বড়ো ময়লা জমেছে
সময়ের পথে চলে যেতে যেতে


কতো ধূলা লাগে নোংরা জগতে
ছুঁয়ে ফেলি  ধুয়ে ফেলি
তবু থাকে জীবনে | বড়ো ময়লা জমেছে ----


ফেলে দেবো কাকে, কাকে দেবো রেখে
কতো দিন যাবে ধুলো বালি মেখে
করো মা করুণা নিদয়া হয়ো না
কৃপা করো অভাজনে | বড়ো ময়লা জমেছে ---

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়