কেন নয়নে আবীর ছড়ালে,
নীল বাসে রাঙা রঙ কেন ঝরালে ?
বলো কোন্ যাদু আছে কোন্ রাঙা ফাগে
যেদিকে দু’চোখ রাখি সবই রাঙা লাগে---
এ কোন্ রঙ্গে তুমি রং ভরালে ?
মরমে মরেছি আমি কি হবে উপায়,
মন রাঙা অনুরাগ লুকানো যে দায়---
খেলার লগ্নে কেন মন জড়ালে ?
কেন নয়নে আবীর ছড়ালে,
নীল বাসে রাঙা রঙ কেন ঝরালে ?
বলো কোন্ যাদু আছে কোন্ রাঙা ফাগে
যেদিকে দু’চোখ রাখি সবই রাঙা লাগে---
এ কোন্ রঙ্গে তুমি রং ভরালে ?
মরমে মরেছি আমি কি হবে উপায়,
মন রাঙা অনুরাগ লুকানো যে দায়---
খেলার লগ্নে কেন মন জড়ালে ?