কথা দাও আবার আসবে
এমনি করে ভালোবাসবে।
দিন যাক সেই ভরসায়।।
এ বরষা হয় হোক সারা,
থেমে যাক এই বারিধারা,
আবার নদীর কূল ভাসবে।
একদিন নব বরষায়।।
শুধু এই কথাটুকু নিয়ে
এ বিদায় দেবো খুশী হয়ে,
আবার নয়ন দু’টি হাসবে।
স্বপ্নের এক দূরাশায়।।
কথা দাও আবার আসবে
এমনি করে ভালোবাসবে।
দিন যাক সেই ভরসায়।।
এ বরষা হয় হোক সারা,
থেমে যাক এই বারিধারা,
আবার নদীর কূল ভাসবে।
একদিন নব বরষায়।।
শুধু এই কথাটুকু নিয়ে
এ বিদায় দেবো খুশী হয়ে,
আবার নয়ন দু’টি হাসবে।
স্বপ্নের এক দূরাশায়।।