কতদিন পরে এলে, একটু বসো।
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন।।


আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে।
সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন।।


জীবনের যে পথ আমার,
ছিল গো তোমার ছায়ায় আঁকা।
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন।।

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়