ও চাঁদ সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে


ঝলমল করিও না গো তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো খুলনাকো দোহাই একেবারে


এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়