বাঁধে ঝুলনা তমাল বনে এসো দুলি দুজনা
ওগো সাথী মধুরাতি এলো নাহি তুলনা
সুরে সুরে আজি মাধুরি ছড়ায়ে
মালতী মালা দাও কন্ঠে জড়ায়ে মোর মিলন তিথি যেন ভুলোনা
দখিনা বাতাসে একি দোলা লাগে আবেশে দুটি হিয়া ভরে অনুরাগে
প্রণয় রাখি যেন কভু ভুলো না |
বাঁধে ঝুলনা তমাল বনে এসো দুলি দুজনা
ওগো সাথী মধুরাতি এলো নাহি তুলনা
সুরে সুরে আজি মাধুরি ছড়ায়ে
মালতী মালা দাও কন্ঠে জড়ায়ে মোর মিলন তিথি যেন ভুলোনা
দখিনা বাতাসে একি দোলা লাগে আবেশে দুটি হিয়া ভরে অনুরাগে
প্রণয় রাখি যেন কভু ভুলো না |