জলতরঙ্গ বাজে আনমনা সাজে,
কেন যেন হলো না যে কলস ভরা---- জলতরঙ্গ


আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেচে মন
আখির পাখির আকুলি বিকুলী সারাক্ষণ কি আমি চাই কাকে বোঝাই
বেলা যে কেটেছে কাজে অকাজে কেন যেন হলো না যে


জল তরঙ্গ বাজে তাতা, থৈয়া দোলে পুরবৈয়া নাচে বরষা যে
একেলা একেলা যে ভালো যে লাগে না কিছু আর
এলে কি এলেনা কেবলি করেছি ঘর বার
কি আমি গাই কাকে যে শোনাই নিজেকে নিয়ে মরি যে লাজে

Shyamal Gupta ।। শ্যামল গুপ্ত