একটি ছোট্ট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার
যেখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাতিয়ার
যেমন চায় না হতে কোন দিনও আমার এমন
জীবনকে ভালবেসে গান হোক আমার জীবন


যেখানে স্তব্ধ হয়ে বনকে ভাষায় ফুলের মিছিল
আলো আর মেঘ নিয়ে রঙ বদলায় আকাশের নীল
আসলকে বেছে নিক সেখানে আমার দুনয়ন


যেখানে স্বপ্ন সাধ ভেঙে ভেঙে যায় না সেটা ব্যথায়
চলার আবেগ পথ হারায় শুধু জটিল ধাঁধায়
সেখানে আশার গীত গেয়ে যাক আমার চরণ  |

Shyamal Gupta ।। শ্যামল গুপ্ত