তুমি আমার আশা তুমি আমার ভালোবাসা
তুমি জীবনে তুমি মরণে করোনা আমায় নিরাশা

তুমি যদি মনে ব্যথা দাও
জীবনে আসে পরাজয়
কেনো তুমি আগে বুঝিতে পারোনি
তুমি যে হৃদয় আমার

তুমি যদি দূরে সরে যাও
দুচোখে নামে আঁধার
কেনো তুমি আগে বুঝিতে পারোনি
তুমিই জীবন আমার

—————
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ<

Super User