তুমি আমার অন্তঃস্থলের খবর জান,
ভাবতে প্রভু আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে
কী না ভাবি আর কি না করি!
সে সব কথা বলি যদি
আমায় ঘৃণা করে লোকে
বসতে দেয় না এক বিছানায়
ব’লে ত্যাগ করিলাম তোকে।
তাই পাপ করে হাত ধুয়ে ফেলে
আমি সাধুর পোষাক পরি ;
আর সবাই বলে লোকটা ভালো
ওর মুখে সদাই হরি’
যেমন পাপের বোঝা এনে প্রাণের আঁধার কোণে রাখি
অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি
তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে চরনণতলে পড়ি
বলি‘বমাল ধরা পড়ে গেছি ; এখন যা কর হে হরি ।<
তুমি আমার অন্তঃস্থলের খবর জান
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 51