স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ডাকিয়া,
স্বপনে তাহারি মুখানি নিরখি,
স্বপন কুহেলি মাখিয়া।।
তারে বরমালা দিনু স্বপনে
হল হৃদি বিনিময় গোপনে
স্বপনে দুজনে প্রেম আলাপনে
যাপি সারা নিশি জাগিয়া।।
করি স্বপ্নে মিলন সুখ গান
কবি স্বপ্নে প্রণয় অভিমান
হয় স্বপ্নে প্রেম কলহ,
যায় গো, স্বপনেরি সনে ভাঙিয়া।
যা কিছু আমার দিতে পারি সব
সুখ স্বপনেরি লাগিয়া।।<
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 93