স্বপন যদি মধুর এমন,
হোক না মিছে কল্পনা
জাগিও না আমায়, জাগিও না।।

জাগরণের বাস্তবে,
মানুষের কি কাজ তবে।
ঘুমের ঘোড়ে, ঘুমের ঘোড়ে স্বপন যদি
সুখের মাপে কল্পনা,
জাগিও না আমায়, জাগিও না।।

সত্য কি আর মিথ্যা কি
জাগরণে সব ফাঁকি।
স্বপন তবু সত্যি মিছে,
জগরণের জল্পনা।
জাগিও না , জাগিও না
জাগিও না আমায়, জাগিও না।।

শিল্পী: মান্না দে<

Super User