ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো ছড়িয়ে সারাটা

ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা

যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে

ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা

ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা

যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে

ব্যান্ডঃ ওয়ারফেইজ
এলবামঃ জীবনধারা<

Super User