http://www.youtube.com/watch?v=MoJuDqgk1Ok

আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়।
মাথা ভরা সবুজ কচি পাতা
গাছটাকে ছাতা মনে হয়।
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং।

আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়।
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়।
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং।

আমি ঝড় আঁকতে পারিনা
তবু ঝড় বয়ে যায়…
আমার উঠানে আমার আঙিনায়।
হতভম্ব আর্টিসম্যান কিছুই বোঝেনা…
হতভম্ব আর্টিসম্যান কিছুই জানেনা…
হতভম্ব আর্টিসম্যান আঁকতে পারেনা…
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং।

—————————————
কথা: কনক / রাহুল
সুর: রাহুল আনন্দ
ব্যাণ্ড: জলের গান
অ্যালবাম: অতল জলের গান<

Super User