বন্ধুর লাগিয়া,                    শেজ বিছাইনু,
গাঁথিনু ফুলের মালা।
তাম্বুল সাজনু,                    দীপ উজারিনু,
মন্দির হইল আলা।।
সই! পাছে এ সব হবে আন।
সে হেন নাগর,                    গুণের সাগর,
কাহে না মিলল কান?
শাশুড়ী ননদে,                     বঞ্চনা করিয়া,
আইনু গহন বনে।
বড় সাধ মনে,                    এ রূপ যৌবনে,
মিলিব বন্ধুর সনে।।
পথ পানে চাহি,                    কত না রহিব,
কত প্রবোধিব মনে?
রস শিরোমণি,                    আসিবে এখনি,
বড়ু চণ্ডীদাস ভণে।।

————–

বিপ্রলব্ধা ।। ধানশী ।।

শেজ – শয্যা। তাম্বুল সাজনু – পান সাজিলাম। উজারিনু – উজ্জ্বল করিলাম। কান – কানু।

বিপ্রলব্ধা লক্ষণঃ–
“সখীর আশ্বাসে ধনী স্থির করি মন। প্রিয় আগমন পথ করি নিরীক্ষণ।।
বৃক্ষের পত্রে পত্রে যদি শব্দ হয়। এই আইসে প্রিয় বলি উঠিয়া বৈঠয়।।
দূতী পাঠাইয়া দিলা প্রিয়ার কারণে। ফিরিয়া আইলা দূতী বজ্র হেন মনে।।
এই রূপ বিচ্ছেদ বিষাদে নিশি যায়। …………।।”
–ভক্তমাল।<

Super User