রমণীর মণি,                   পেখনু আপনি,
ভূষণ সহিত গায়।
দেখিতে দেখিতে,                  বিজুলি ঝলকে,
ধৈরজে ধৈরজ যায়।।
সই! চাহনি মোহনী থোর।
মরমে বান্ধিনু,                  হেরিয়া ভুলিনু,
রূপের নাহিক ওর।।
বসন খসয়ে,                  অঙ্গুলি চাপয়ে,
কর করেছে থুইয়া।
দেখিয়া লোভয়ে,                  মদন ক্ষোভয়ে,
কেমনে ধরিবে হিয়া।।
বদন ছাঁদ,                  কামের ফাঁদ,
ঝুরিয়া ঝুরিয়া কান্দে।
কেশের আগ,                  চুম্বয়ে টাগ,
ফিরিয়া ফিরিয়া বান্ধে।।
জলের কান্ধারে,                  কেশের আন্ধারে,
সাপিনী লাগয়ে মোয়।
কেমনে কামিনী,                  আছয়ে আপনি,
এমন সাপিনী থোয়।।
দশন কাঁতি,                  মুকুতা পাঁতি,
হাস উগারয়ে শশী।
পরাণ পুতলি,                  হইনু পাগলি,
মরমে রহিল পশি।।
শূন যে হিয়া,                  রহিয়া পড়িয়া,
বস্তু রহল তায়।
চণ্ডীদাসে কয়,                  পুন দেখা হয়,
তবে সে পরাণ বয়।।

——————-

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। আশাবরী ।।

বসন খসয়ে, অঙ্গুলি চাপয়ে, কর করেছে থুইয়া – হাতের উপর হাত রাখিয়া। টাগ – জঙ্ঘা। কান্ধারে – তীরে। কাঁতি – কান্তি। উগারয়ে – উদ্গীরণ করে। শুন – শূন্য।<

Super User