শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
আজ কেন মন চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জল কেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন চায় হারাতে

————-
শিল্পীঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবণের মেঘ
বছরঃ ১৯৯০<

Super User