মানবতা হায় প্রেমের ও বাণী
শুনি দিকে দিকে
অথচ কেন মজার জানো
যুদ্ধ চারিদিকে।

মৃত্যু ধ্বংশ হাহাকার
এই তিন সত্য মিলে
সাজিয়ে রেখেছে পৃথিবীর বুকে
প্রেমের কবরকে।

শান্তি মিশন অস্র চুক্তি
লোক দেখনো বিশ্ব মৈত্রি
এই সব চাইনা আজকে
চাই শুধু প্রেম চাই শান্তি।

——————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ শাকিল
এ্যালবামঃ ময়না (১৯৮৬)<

Super User