ডুবে রাত ডুবে চাঁদ
ডুবে রাতের তারায় যত দুখ
কি করে ভুলে যাই
তুমি দিয়েছিলে একটু সুখ
ভাবি ভুলে যাই
ভুলতে পারিনা তোমার মুখ
কি করে ভুলে যাই

ছিঁড়ে ফেলে যত রোদেলা মায়া
যত অভিমান
ডুবে যাওয়া স্রোতে
সবই এখন আমার গান
ভাবি ভুলে যাই
ভুলতে পারিনা তোমার মুখ
কি করে ভুলে যাই

কালো জলে ভাসে
মনের ছায়া মৌন স্মৃতি
বেশ প্রিয় লাগে
আকাশ জোড়া তোমার প্রীতি
ভাবি ভুলে যাই
ভুলতে পারিনা তোমার মুখ
কি করে ভুলে যাই

—————–
ঝলক<

Super User