বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ
ধূসর দেয়ালে আজ রূপালী রোদ
নিস্প্রাণ শহরে আজ জিপসী সকাল
শুন্য রাজপথে আজ রূপসী মিছিল
আজ তেইশে অক্টোবর
আজ জন্মদিন তোমার…

এলোমেলো তোমাকে ঘিরে
আনন্দে মেতেছে নগরটা
তোমার চুলে হারিয়েছে আজ
আমার সবই সুরের কথা

তোমাকে ছুঁয়ে শুধু ছুঁয়ে আজ (?)
অনন্ত সুখের অন্ধকার
তোমার গহীন দুচোখে যেন
আজ আবেগী জল আমার
——————-
এস আই টুটুল

(প্রুফরীড)<

Super User