http://www.youtube.com/watch?v=OuQVy0zHS2I

গান:     দেখে এলাম তারে সখী
            দেখে এলাম তারে।
            একই অঙ্গে এত রূপ
            নয়নে না ধরে।।
আখর- (পরান ভরে দেখে এলাম
            রূপের অধিক অপরূপী।।
            রূপে যে তার আগুন আছে
            হৃদয়খানি ঢেলে দিলাম।)

গান:    সোনার বরণখানি
            চন্দনেতে মাখা।
            আমা হইতে জাতিকূল
            নাহি গেল রাখা।।
আখর- (জাতিকুল আর রইলো না গো
            ঐ গোরা রূপে পাগল হলাম
            রূপের টানে ভেসে গেলাম
            কুলের বাঁধন রইলো না গো)

গান:     বেঁধেছি বিনোদ চূঁড়া
            নবকুঞ্জা দিয়া।
            হেরিতে মধুর লাগে
            মধুময় হিয়া।।
আখর- (মধুর হলো
            মধুর হতে মধুর হলো
            বঁধুর লাগি বিদুর হিয়া
            আমার আমি বঁধুর হলো)

—————
ছায়াছবি: নবজন্ম<

Super User