ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
ভালোবাসা কখনো ভুলনা গো
ভালোবাসা কখনো ভুলনা

যদি গো কোনদিন মনে পড়ে মোরে
রেখনা সেদিনের স্মৃতি স্মরণে
বিরহের জ্বালা হয়ে আমাকে জ্বালিও না

শপথের মালা ছিঁড়েছ যখনি
কি হবে কেঁদে কেঁদে কাটায়ে রজনী
ব্যথারই মালা হয়ে আমাকে জড়িও না

———————
মোহাম্মদ ইব্রাহীম<

Super User