ঘুম আসে না
দুচোখে আমার
আছো কেন নয়ন জুড়ে
ঘুম আসে না ঘুম আসে না
ঘুম আসে না

ঘুম আসে না
দুচোখে আমার
আছো কেন নয়ন জুড়ে
আমি কেমনে কাটাই এ রাত
জানি না
ঘুম আসে না ঘুম আসে না
ঘুম আসে না

কত কথা ভীড় করে
আসে মনে
কত ছবি নিদ হারা
দু’নয়নে
স্মৃতির বুকে কেন
কাটে সাতার
এ আঁধারে বলো না
ঘুম আসে না ঘুম আসে না
ঘুম আসে না

————————-
— পন্ডিত অজয় চক্রবর্তী
— এ্যলবাম – মন মাঝি<

Super User