মিলন সভা মাতাও আনন্দ গানে,
বাঁধো আজি প্রেমডোরে প্রাণে।
শোভন শুভ উৎসবে
বৈরী আজি বন্ধু হবে।
চাহে চিত সর্বহিত সুখ-পানে।
সকলে ধরি হাতে হাতে
চলো হে আগে, চলো হে সাথে,
গাহো শত কন্ঠ মিলি একতানে।
কাতরে যাচে বন্ধুজনে
যুবকজন সম্মিলনে;
ওহে ঈশ, আশিস, করুণা-দয়া।।<
মিলন সভা মাতাও আনন্দ গানে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 73