মিনতি রাখো ঘনশ্যাম,
করোনা ছলনা আর।
তোমারে সঁপিয়া প্রাণ
গেল কুল গেল মান—
ও মধু বাঁশীর ডাকে
কলঙ্কিনী হ’ল নাম।

———-
‘যদুভট্ট’ কথাচিত্রের গান।
শিল্পী : তারাপদ চক্রবর্তী।
সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ

Super User