হাসরের ময়দানে
কারো মাফ মিলবেনা।।
দোজখের দরজাতে
নেকীদের যেতে হবে না।।

কোরআনেতে আছে লিখা
কইরো নাকো পাপ।।
ভুল যদি কইরা থাক
চাইয়া নিও মাফ।।
না চাইলে আল্লাহ তায়ালা
মাফ করবো না

রোজা রাখ নামাজ পড়।।
ভুল যদি কইরা থাক
চাইয়া নিও মাফ।।
না চাইলে আল্লাহ তায়ালা
মাফ করবো না

——————
সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথা ও সুর ঝুনু পাগলা
এ্যালবামঃ ময়না (১৯৮৬)<

Super User